বড্ড বেশি মনে পড়ে
তাহার অশ্রুকণা, লবণাক্ত চোখে কোনে গড়িয়ে পড়া চেহারাটা
শেষ পলকের ইশারায় ডেকে নেওয়া কাছে, বড্ড বেশি মনে পরে
খুব সকালের খবর পেয়ে ছুটে চলা পরাজিত সেই মানুষটি আমি
আগলে রাখতে পারিনি বুকের মাঝে
পারিনি হাউ মাউ করে চিৎকার দিয়ে বুকের যন্ত্রণা ঘুচাতে
বাঁচানোর অভিপ্রায় ছুটে চলা এদিক সেদিক কোন কাজে আসেনি


আমার জন্যই তো সব হয়েছে
আমার জন্যই তো সব হয়েছে শুনতে শুনতে আজ আমি ক্লান্ত
আমার ব্যথা কেউ বুঝবে না, বুঝবে না মনের আকুতি
আমি যে ভালবাসি, ভালবেসেছিলাম অনন্ত কালের জন্য
হারানোর ব্যথা আমাকে দগ্ধ করে দিচ্ছে প্রতিনিয়ত
তবুও বেঁচে আছি, বেঁচে থাকার আশায় আমি যে ক্লান্ত


বড্ড বেশি মনে পড়ে
সেদিনের সেই শেষ দেখায় যদি নিয়ে যেতাম অচিনপুরে
যদি দুজনের মাঝে হয়ে যেত প্রণয়
যদি হারিয়ে যেতাম দূর নীলিমায়
তবে হয়তো এমন হতো না, নিজেকে এভাবে বিষিয়ে দিতো না
সবার মাঝে হয়তো আমিও থাকতাম না
থাকতাম না এই দুনিয়ায় আমরা দুজনের কেউ!
কোথাও হয়তো মিল তো না আমাদের খোঁজ


আমার জন্যই তো সব হয়েছে
বাস্তবতার ভিড়ে অসহায়ের ভালবাসার মূল্যটা খুব বেশি বুঝে গেছি
মিষ্টি হাসির মনটাকে শেষ বারের মত ছুঁয়ে দেখতে পারিনি
পারিনি জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠতে
পারিনি চোখের জল ফেলতে
পেরেছি ধিক্কারের বোঝা মাথায় নিয়ে সরে যেতে
পেরেছি যন্ত্রণার বোঝা বুকের মাঝে বয়ে বেড়ানোর অনুমতি


বড্ড বেশি মনে পড়ে
একসাথে বাঁচার আকুতি তোমার, আমি বুঝিনি কেন তখন?
কেন বুঝিনি তোমার অবাক দৃষ্টি কিছু বোঝাতে চায়
কেন বুঝিনি তোমার ভাইয়ের বিরোধিতার দেয়াল
কেন বুঝিনি আমাদের ভালবাসা ক্ষণিকের সমাধান
বড্ড বেশি মনে পরে
জানো তোমার শেষ কথাগুলো তোমাকে খুব বেশি মনে করিয়ে দেয়
আমি যদি না থাকি তবে তুমি কি করবে?
খুব বেশি মনে পরে
আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিছুই বলিনি
কি বলবো এখন!
তুমি না থাকলে আমি কি করবো! আমি কি করবো?
আমি হয়তো কিছু করবো!
কি করবো আমি ঠিক জানি না