মৃগাঙ্ক নভোমন্ডলে ঘুরিবার তরে
জলধর জমায়িত পবন প্রবলে,
বাধা গ্রস্ত লঘুভার ধরণী আন্ধারে
ঝপাত আসিবে ক্ষন বানভাসি জলে।
উষ্ণ প্রবাহ প্রকট বিষন্নতা ফের
শ্রাবণ কাঁদিয়া মন ভাসিবে বর্ষণে,
শ্বেতকায় জলধর দেখিনু কিসের
অসিত উরতি তব সংকুচিত মনে।


শ্রাবণ থাকিতে নয় বারংবারে ঘর
জলো-ছল নদী খেলা তরী গতিময়
ঘূর্ণি-জল জলধর সবিকায় ভয়
দন্তে দন্তে অকুলন শ্রাবণ কে পর।
ফিরিবে এই ক্ষনের স্বাজিত শ্রাবণ,
বর্ষায় প্লাবন নয় কামনায় মন।