খোকা আয়
ডাকে মায়
ভাত দিছি খেতে,

আসবো পরে
খেলার তরে
আমি আছি মেতে।

রেগে গিয়ে
লাঠি নিয়ে
মা দিল ধাওয়া,

দৌড়ে এসে
বোকার বেশে
শুরু করলো খাওয়া।

এমনি খোকার
পড়া শেখার
কাটে ছোট্ট বেলা,

পড়ার ফাঁকে
বন্ধু ডাকে
শুরু আবার খেলা।