বিজয় উল্লাসের পতাকা হাতে যাদের দেখছ তুমি
ওদের কাছে জিম্মি থেকেই হারাবে তোমার ভূমি।


স্বাধীন নামের নেম-প্লেট'টা গলায় ঝুলিয়ে রাখো
ধ্বংসের লীলা দেখতে দেখতে নতুন স্বপ্ন আঁকো।


কৃষাণ হয়ে করবে না জানি প্রতিবাদের ঐ মিছিল
তোমার নামে মিছিল করে নিবেই অন্যেরা বিল।


দেখিয়ে দিচ্ছে স্বার্থ আদায়ে কতোটা তারা সফল
বাস্তবতা হলো ঐ পক্ষের পুরো টাই সাজানো নকল।


তুমি চাইলে ভালো থাকতে পারো ঈমান বিসর্জন দিয়ে
রাতারাতি হবে ধন-কুবেরি অন্যের হক'টা নিয়ে।


সিন্ডিকেট'টা তোমার হলেই হবে বাংলার রাজা
দুঃখ পাওয়া গরীব-কে দিবে বিনা কারণে সাজা।


ভালো থাকার মানে'টা তাই সৎ থাকাটা বাদ
দুর্নীতি, ঘুষ আর লুটের মাঝে মিথ্যার করে আবাদ।