আমার বাংলায় আমি বাংলা কথা বলি
মায়ের ভাষা একুশ নেইকো অজানা
বিশ্ব'কে দেখিয়ে মাথা উঁচু করে চলি
মাতৃ ভাষায় বাংলার করি আলপনা।
ফাল্গুনের নাম তব বাংলাতে কি নেই
শহীদের রক্তে মাখা ফাল্গুনের নাম
একুশের স্থলে ৮-ই বাংলার নামে কৈ
অতলে হারায়ে হল একুশের দাম।


সবুজ শস্য শ্যামলে পল্লী গ্রাম বাংলা
বহে ধীরে গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা
উচুতে মেলিয়া চায় পাহাড়ের ঝর্না
বসন্তের ফুল দেয় নিজ মনে দোলা।
তবুও নেই বাংলার সতত স্বাধীন
বিদেশী ভাষাতে করি বাংলার গুঞ্জন।