কি লিখছি প্রশ্ন মনে, যাচ্ছে হারিয়ে সব
লেখার পাতা লুটিয়ে পড়ে বৃথাই অনুভব
নিজের লেখা নিজের কাছেই তিক্ততার তেতো স্বাদ
লোক সমাজে নিচ্ছি তাই তিরস্কার ও অপবাদ


ছিঁড়ে ফেলছি প্রতিটা দিন ডাইরিতে লেখা কাব্য
নতুন করে কি লিখবো ! তাইতো এখন ভাব্য
প্রদীপ আলো নিভু নিভুতে আসে দমকা হাওয়া
ঝলমলে নয় কতিপয় এই পাঠক দিচ্ছে ধাওয়া


লিখতে হবে রবি নজরুল কিংবা মধুসূদন দত্ত
ভাষার খেয়াল রাখতে হবে আধুনিকতায় যত
রুপক যেন আসে না মনে গভীর ভাবের আদান
এমন লেখা না হলে আর থাকবে না বুঝি এই প্রাণ


পাঠক সমাজ পাতা উল্টায় ভিডিও দেখার জন্য
কাব্য এখন বিজ্ঞাপনের ঘর আমি তাতে নগণ্য
যন্ত্র আমায় মন্ত্র দিয়েছে গলা ছাড়ো টাকা দিয়ে
বাপের জমি বন্ধক রাখো পাঠক কিনে নিয়ে


দেশ বিদেশের সুনাম আনতে করতে হবে সেমিনার
নোবেল পুরস্কার হাতের মুঠোয় ধার্য করে অধিকার
কি লিখছি এই প্রশ্ন মনে অকালে হারাবো তাই
সাহিত্য বাঁচাতে গ্রন্থ পাঠে উৎসাহ কোথায় পাই


আজব জগৎ মানছে এখন দেখাতেই শেখা সব
পাঠের মাঝে সময় নষ্ট ভ্রান্ত ধারণার অনুভব।