সুনির্মল সুখময় রাঙ্গা এ শরৎ
মেঘে ঢাকা কালো ছায়া আজিকায় দিন
কুয়াশায় বৃষ্টি তব ঝরছে বিরত
চলছে দু'দিন গত থেমে থেমে ক্ষণ।
কখনোবা ঝড়োবেগ কখনো নিরব
মুশলধারে চলছে আশাহীন থামা
ভোগান্তি দুর্যোগ বয় গর্জনে স্বভাব
ভরা ফসলের মাঠ থৈ থৈ পানি জমা।


আশাহীন কৃষকের কোথায় ভরসা
কতদিন চলবে এ বৃষ্টি গতিধারা
কাটবে মহাদুর্যোগ প্রচেষ্টার দ্বারা
ফসল ফলবে মাঠে কৃষকের আশা।
দুর্যোগময় শরৎ থাকবে না আর
সোনালি স্বপ্নের দেশ গড়বো আবার।