অবজ্ঞার ঘন অন্ধকারে নিমজ্জিত দেহ'খানি
উই পোকার তরে বিলিয়ে দেওয়া মাটির খণ্ড,
অবলীলায় গড়িয়ে পড়া চোখের জলে তৃপ্তি
অদৃশ্যতায় বুকের পাঁজরে খণ্ডিত হারে দণ্ড।


চুরির তৃপ্তিতে বোনে গেছি চাহুক মরুভূমি
প্রাসাদের ছায়া নেই, নেই তরুর অবজ্ঞা রেশ,
অনুনয়ের অবসান ঘটেছে মিনতি বন্দীদশায়
উনুনেও প্রচণ্ড তাপদাহ বালুর গহীনেও বেশ।


কম্পিত প্রাঙ্গণ ধূসরে সবুজের সমারোহ
নির্মমতায় ছেপেছে মায়ের মমতা বন্দী,
বাঁধনে বিরল ঘটেছে সন্দেহের টানপোড়ন
তিরস্কারে অবসান ঘটবে কি মনের ফন্দি ?