পুতুল খেলা আর গোল্লাছুট
শৈশবের স্মৃতি জাগলে,
মন আঙ্গিনায় দুরন্ত হয়েই
আবেগ রাখি আগলে।


আম পাড়া আর জামের তলায়
দিন কেটেছে খুব,
নালিশ গুলো সব আসলে আবার
নেহাত থাকতাম চুপ।


পড়ায় ফাঁকি খুব খেয়ালে
খাবার বাহানা রোজ,
সান্ধ্য হলেই ঘুমের রাজ্যে
কে রাখে কার খোঁজ।