অবহেলায় ভেঙ্গেছে মাটির পুতুল
খেলার ছলে করিনি তাহার যতন
খুনসুটি আজ নেই সেদিনের ভুল
অবলীলায় কান্নাটে আগের মতন
শালিকের আনাগোনা কবুতরে ডাক
টুনা টুনি ঘর বাঁধা সব মিছে খেলা
ভেঙ্গে ছিলে ভুলে ভুলে হয়েছিলে রাগ
অবহেলায় হারানো বাজারের মেলা।


অবহেলা আজ বুঝি করি বোনা পণ
তবে কি আসবে ফিরে যাহা আমি চাই
আগের মতন যেথা সব ফিরে পাই
পাওয়ার অপেক্ষায় কবে হবে ক্ষণ
অবহেলায় আমার হয়েছিল ভুল
কাছে আছে সেই ভাঙ্গা মাটির পুতুল।