এক পশলা বৃষ্টি আসো
আমার সবুজ গায়ে
বৃষ্টি ভেজা নদীর বুকে
ভিজবো ডিঙি নায়ে।


নতুন মাঝি বৈঠা হাতে
কষ্ট সুখে ভাসি
ডিঙি নায়ের দোল খেতে আজ
নদীর পাড়ে আসি।


বৃষ্টি তুমি হরেক রকম
কেমনে বল আসবে?
তুমি আসলে ব্যঙেরা সব
গানের সুরে হাসবে।


তোমার আসায় হারিয়ে যাবে
খর তাপের রোদ বুঝি
শীতল পরশ কাঁপন হবে
নদী তলে মাছ খুঁজি।


এক পশলা বৃষ্টি আসো
আমার সবুজ গায়ে
মনের কষ্ট ভিজিয়ে দিও
সুখ পাখি যদি চায়।