বন্ধ চোখে অন্ধ আমি
চলছি জগৎ মাঝে
ভালো মন্দ খুঁজবো কি আর
দেখছে সবাই কাজে।


আশার আলো জ্বালিয়ে মোরা
অস্ত্র নেহাত গল্প
মাঝে মাঝে পাই যে খবর
খুন !!! সেতো অল্প।


ধর্ষণ শুনি পরতে পরতে
রক্ত মাখা চোখে
হোক না সেথা মায়ের ব্যথা
থাকুক না হয় দুঃখে।


ঘটছে না হয় ঘটা করে
চলছে সমাজ মাঝে
ওরাই নাকি ভালো ছেলে
থাকে ভালো কাজে।


আজকে আমি দিশেহারা
ভয়ে কাপে বুক
বিশ্ববাসী তাকিয়ে আছে
কেমনে দেখাই মুখ।


খুনের আবার চিত্র দেখি
রঙ্গ রসে ভরা
ছেলে নাকি খুন হয়েছে
ছুরি পেটে ভরা।


এমন করে চলবে আবার
নতুন কোন ফন্দি
জগৎ মাঝে খোলা মাঠে
ছিকল ছাড়া বন্দী।