কবিতার তরে কবিকে হারিয়ে কবিতা লিখছি শত
শত কবিতায় সহস্র মতামতে বিজ্ঞাপনই অবিরত
অবিরত লিখছি আর দিচ্ছি পাঠক ধোঁকার মন্ত্র মুল
মুল কথা হল কাব্য বানিজ্য আবৃত্তিতে আয়ের কূল
কুল কিনারা ধূসর সীমানা গন্তব্য কোথায় পাই
পাই বলে চাই বেশি বেশি আর বলার কিছুই নাই
নাইয়ের মাঝে অনেক লেখা গ্রন্থের বাহারি নাম
নামের তরেই দেহ ছবিটা আজ অনেক বুঝি দাম
দাম নিতেই আধুনিক নামে ছন্দ গুলিয়ে ফেলা
ফেলে দেওয়ার মাঝেও আছে ছড়া কবিতার মেলা
মেলা হয়না সাহিত্য মাঝে পোষাক সজ্জার বই
বইয়ের তরে শত কবিতা ভালো কবিতা গেলো কই ?