পূর্ণিমা ! সদ্য এ রাতে জ্যোৎস্নায়
দাদুর গল্পে বিভোর বসে নৌকায়,
বড়দের সাথে দাদা যেত দাঁড় টেনে
ডালি ভরে রুপালী ইলিশ আনত কিনে


তখনকার সময় পদ্মায় বড় ইলিশ ছিল
এমনই গল্প দাদু আমায় বলে দিল
খাওয়ার সাধ বুঝি ভাঁজা ডিমে বেশি
দাদার ছোটবেলা কাটতো বেজায় খুশি।


গল্প শুনে মন বড় সাধ জাগে
চেয়ে দেখি দাদু আমার নীরবে কাঁদে
মুখে দিয়ে হাত দাদু বলে কিছু বলি আর
তোমার দাদাকে হারিয়ে কেঁদেছি কতবার


অভাব ছিল ঘরে হয়নি আর ইলিশ কেনা
তোমার বাবার আয়ে কমেনি সেই দেনা
দাদা ভাই তুমি বল বড় হবে কবে ?
বড় একটা ইলিশ আমায় কিনে খাওয়াবে ?


দাদুও চলে গেছে আমায় ছেড়ে দূরে
ইলিশের গল্প বুঝি এখনো মনে পড়ে
জীবন চলার গতি থেমে নেই আজ
ইলিশ এখনও আছে, আছে বাহারি সাঁজ।