একটা নতুন পুকুর কাটি
নগদ টাকায় বাকী
চশমা চোখে পূর্ণিমা চাঁদ
থু-থুতে কাশ ঢাকি।


জোয়ার এলো ভাটায় গেল
চলছে বালুর ত্রাণ,
আগুন দামের ধানে পানি
কৃষক আমার প্রাণ।


বিশ্বজুড়ে সুনাম মোদের
পেটে পিড়ার জ্বালা,
বাঁশের রডে বিশ্বরোড
সত্য মুখে তালা।


সইয়ের পর সই চলছে
খাতায় ঘুরে ফিরে,
গরিব ঘরের ভিক্ষুক মোরা
হচ্ছি ধিরে ধিরে।


একটা নতুন পুকুর কাটি
শুরুর আগেই শেষ,
এই জগৎ-এ সবাই ভালো
আমিও আছি বেশ।