অট্টহাসিতে ফেটে পড়া মুখোশে
লালসার ক্রিম লাগিয়ে
মিথ্যের মশালেই এঁকে নিলে জোনাক চন্দ্রীমা।
খামখেয়ালির ভুবন মেলায়
নরক পূর্ণিমা না হয় আমাকেই দিলে উপঢৌকন।
তবুও চরণ ছুঁয়ে নতশিরে
অঞ্জলি দিবো মেসোপটেমীয় সভ্যতা।
গগন জুড়ে না হয় আমাবস্যাই থাক
বিরধেই এঁকে নিবো না হয় পূর্ণিমার শশধর।
হোক না মেঘময়ী গোধূলি,
তবুও সুখের পাপড়ি ছুঁয়ে সন্ধ্যামালতী
জেগে উঠুক জোটের ক্যানভাসে।
অমরাবতী হয়েই কালো আঁধারের বিনাশ বাক্সে।
সাত সাগর পারি দিবো আত্মবিশ্বাসে।
তর্কে তর্ক না হয় অধরাকে বাগিয়ে নিবো,
চুপকথায় ছুঁয়ে দিবো প্রণয় বিলাস বিজয়ে।
মোড়ল না হয় তোমার ঘর চালায়
ভোটের আমাবস্যা তাইতো স্বচ্ছ কাঁচে বন্দি।