হার না মানা অন্ধকার ছাপিয়ে ঝরের আবহে গন্তব্যে পৌঁছানোর পর
অহেতুক ফিরে আসার নাম-ই হচ্ছে হতাশা
হতাশার কোন ট্যাগ দিতে হয় না,
চোখে-মুখে বিরক্তির ছাপ-ই বলে দেয় সব
নিরাশার বুকে কবর খুরে অপেক্ষার নামই হচ্ছে ভালোবাসা
আমি যে ভালোবাসি তা বোঝাবো কি করে ?
হতাশায় নাকি অপেক্ষায় ?


ভালোবাসার অহেতুক মানে খুঁজতে খুঁজতে আজ ধর্ষিতা হয়েছো
শেষ হয়ে গেছে জীবিকা নির্বাহের শেষ প্রান্ত
মৃত্যুকে ভয় পেয়েও কেন নিঃশেষ করে দিচ্ছ বুঝি না
বুঝি'না সমস্ত কিছু বিলিয়ে দিয়েও কেন পরে আছো একা?
নাকি বিশ্বাস নেই আমাকে দিয়েও, নাকি ভালবাসতেও ভয় ?


সংগ্রাম শেষ হয়েছে সেই কবে
যুদ্ধের দামামা এখন আর নেই, নেই সেই শাসকের দল
তবুও স্বৈরাচারী পৈশাচিক দলের আনাগোনায় আমিও আতঙ্কিত
ভালোবাসা তো ভয়ের মাঝেও বেঁচে থাকে
যতোটা সহজে বুঝে নিবে, ততোটা সুন্দর জীবন দিবো উপহার
অপেক্ষায় আর রেখো না হতাশার মাঝে
সুন্দর পৃথিবী হোক পড়ন্ত বিকেল ও সন্ধ্যা সাঁজে।