স্বপ্নরা যদি আবার ভেঙ্গে যায় মাঝ রাতে
শীতল হৃদয়ে অভিমানী তুমি মায়া কান্নার তরে,
মেঘে ঢাকা চাঁদের আলোয় অস্পর্শ্য তুমি
দুঃখের মশাল জ্বালিয়ে নীরবে এই ডাহুক অন্তরে।


অনন্ত হতে চেয়েছি স্বপ্নের ঘোর হবার আগেই
এ বিষাদের বিস্তর রাজত্ব যেন বিলীন করে ভোর,
অপেক্ষার পালা বদলে আঁধার নামায় অন্তিম আকাশ
হবে কি পরিণয় ? কাটবে কি দৃষ্টি সীমানার ঘোর।


শূন্য স্মৃতির তরে মেঘালয়ের দূত! আহ কি প্রশান্তি
চোখের কোনে ঘুমপাড়ানির মিথ্যে মায়া অভিযান
একে একে বিলীন সময়ের প্রতিটি মিনিট সেকেন্ড
পদ্ম ফোটা নীলজলে বিলিয়ে দেওয়া তোমার অভিমান।


ধূসরের তরে স্বপ্নরা আবার উঁকি দেয় তোমার স্পর্শে
অনুভবের মায়াকান্না এসে বলে জলের শেষ কোথায় ?
ক্লান্তির পরশে ভাবুকেরা চিন্তার স্বপ্ন টেনে আনে
কুঁড়ে কুঁড়ে খাওয়া পিচাশী চেহারা স্বপ্নের অভিপ্রায়।