নীলিমায় নীল হতে আকাশের পানে
শরতের শুভ্রতার কাশফুলে খেলা,
দিগন্ত পবন তরে শঙ্খচিলে আনে
বিরহিণী মেঘমায়া সাদা কালো ভেলা।
প্রখর রৌদ্র তাপের ঘামে ভেজা মাঝি
নদীর বুকে জেলের মাছ ধরা খুব,
বাংলার প্রকৃতি চিত্র ঋতু ভেদে সাজি
মায়াময় ছায়া রয় চন্দ্রিমার রূপ।


শরতের বহু রূপ ছিম ছিপে ছবি
সূর্যের কিরণ ছাড়ে রশ্মি অগণিত
পশু পাখি ফুল কূল প্রভা নিবেদিত
কলমের আঁচড়ের কবিতার কবি।
দৃশ্যমান তরুরাজি দিয়ে যায় ছায়া
লাবণ্য প্রকৃতি রূপ শরতের মায়া।