চার বছরে কুড়িটি কবিতা তার পর এলো দুই
সহজ কথায় তর্ক চলছে ঝাঝুর নাকি সুঁই ?
কথা কবিতা কতই না বলা নামের তরে সব
কবিতার কি ভাবের গতি তালে তালে গপসপ।


আদরে আদরে কদরে কদরে লক্ষ কবিতা পাঠে
অচিন থেকেই সবার মনে নিরব পথেই হাটে,
ফয়জুল মাহী কেমন নাম জিজ্ঞাস করবো কাকে
ভাবের তালে পরতে খালে মুখ উঁচিয়ে হাকে।


সবাই জানে সবাই ভালো কেউ পারে না কম
পাঠক খুঁজে দিনের শেষে হারায় নিজের দম,
সরেস মানুষ বলবো না ভাই তবুও বুঝি ভালো
ফয়জুল মাহী পাঠক পাড়ায় দিচ্ছে কিছু আলো।


আদর সোহাগ করি মোরা বাহ বাহ দিলে বেশ
একটু তালের সুনাম পেলে খুশির কাটে না রেশ।
কি লিখলাম জানার আগেই বইয়ের পাতায় চাই
চাওয়ার পরে খেই হারিয়ে নিজেকে খুঁজে বেড়াই।


ভিন্ন শুধু তাহার মাঝে ধৈর্য আছে বেশ,
মনের মত লেখা পাঠে সময় করে শেষ।


রচনাকাল - ২৮/০৭/২০২০