বলতে গেলে শিখতে হয় বাংলা ভাষায় মা!
শুনলে পরে বলার মাঝে ইংরেজিটা মিথ্যে না,
যুগের তালে পাল্টে গেছে জীবন ধারাপাত
আলো-আঁধার এমনি করে দিচ্ছে ভাষায় আঘাত।


নীতির তরে রীতি এখন খেই খাচ্ছে বুঝি
তবুও কেন বিপদজনক চিহ্নটাকে খুঁজি,
নিষিদ্ধ ঐ দেয়ালটাকে টপকাতে চায় মন
ভাষায়ই এমন আধুনিকতায় পাল্টায় সারাক্ষণ।


তুমি আমি লেখার সময় যতোই সাধু হই
বলার বেলায় হুঁশ থাকে না চলতি ভাষায় কই,
আঞ্চলিকের মাঝেও এখন উন্নয়নের ছোঁয়া
ইংরেজিতে তাই হয়েছে বাংলা ভাষা খোয়া।


তবুও তুমি বলবে আবার বাংলাই আমার মা
মাতৃভাষা বিশ্ব বচন, সবাই বলবে হা,
তোমার জায়গায় তুমি থাকো একটু রেখে চোখ
ইংরেজি ভাষা আসলে কি আর বাংলায় হবে শোক?


অল্প অল্প গল্প করি স্বাধীন জাতি বাংলা
স্বাধীন যারা করেছিলো তারাই এখন কামলা,
ভেদাভেদে ভাগ বসেছে মুল্লুক কোথায় আছে,
বাংলা লেখা টাকার নোটে গ্রাহক থানার কাছে!


বাংলা ভাষায় ধর্ষক আছে ইংরেজিতে ফাইন
খুনের বেলায় বেল নামক দারুন কিছু আইন,
ঘুষের পর্ব ঈদের মতো সালামী পকেট ভরা
মধ্যবিত্ত মরার কানুনে বর্ষা কালের খরা।