নিষিদ্ধ পল্লীর মতো এই জীবনটাও নিষিদ্ধ
নেশাতুর সমস্ত প্রকৃতি আসে ধ্বংসের লীলা খেলতে
পার্থক্য বলতে ঐ পল্লীতে অর্থের আর নেশায় ব্যস্ত
রঙিন দুনিয়া যেমন অন্যরকম ঠিক উল্টো চিত্র এই জীবনে
চন্দ্রাবতীরা এখানে আসে, হাসে আর খাবি খায়
ঝুমুরের তালে তাল বেতালের গল্প লিখে চলে
ঝি ঝি পোকার শব্দ আর জোনাকির আলো নেশাতুর ছবি
ঝলসে যাওয়া শ্মশানের গাছ পাতার সন্ধানে আজও।


বলছিলাম কবিতা কথা, গল্পকেও হার মানানো কবিতা
নিছক লিখে যাওয়া আবোল তাবোল কিছু শব্দের
এখানে কেউ ভালোবাসে, কেউবা হাসে
কেউ কেউ কান্নায় ভেঙ্গে পরে অঝরে অশ্রু ঝরিয়ে
ধর্ম, প্রকৃতি, জ্ঞান, বিজ্ঞান, ভৌতিক কিংবা রাজনীতি
সাম্য, সম্প্রীতি, দেশপ্রীতিও অঢেল পাওয়া যায়
কবিতার নেশায় কবিতার ভাষায় নিষিদ্ধ জীবনের মতো
পরিবর্তনহীন উপদেশ আর কিছু আশার বাণী।