তখনো হাতটা ধরে দেখিনি
দেখিনি ঘোমটাটা উঠিয়ে একবার
রঙিন পোষাকে সাবলীল সাজ
রাঙ্গা মেহেদীর উপর চুড়ির সমাহার


সাজানো খাটের ঐ পাড়ে
সতত স্বপ্ন বুকে বসে আছে ভয়ে
অচেনায় আপন এমনই ভুবন তার
শ্রদ্বা ভাজন স্বামীর করিতে মন জয়ে


আমার সোনার বউ! কে তুমি
অপস্বরায় পরিপাটি লাজুক ভাবুক
বুঝতে পেরেই সে দিল সালাম
উত্তর দানের সাথেই পেলাম অজানা সুখ


অল্প সময়ের গণ্ডি পেরিয়েছে মাত্র
শেষ হয়নি এখনো মা-বাবার মায়াজাল
সে জানে কি? এ আমার বুকেই তার
ভালবাসা দেওয়া নেওয়ায় কাটবে চিরকাল


একটি মুহূর্ত কেটে গেল বুঝি
শুরুটা কি করে হবে জীবনের পথ
আমার সোনার বউ! পেলাম এখন
সব ভুলে করিলাম দুজনে ভালো থাকার শপথ