কৃষক আমি বাংলা মাটির
কৃষক গায়ের ক্ষেতে,
দিন রাত্রি কষ্টে কাটে
সোনালী ফসল পেতে।


শীতে কাঁপুনি ভুলে থাকি
ফসল তোলার জন্য,
রোদে ঘামে বৃষ্টি ভেজা
মূল্য কোথায় গণ্য।


বর্ণ কালো সাদা দাতের
সদাই মিষ্টি হাসি
ক্ষেতের তরে পান্তা ভাতে
খেতে ভালবাসি।


ঋণের বোঝা মাথার উপর
ঘরে থাকেনা চাল,
অর্থ কষ্টে রোগের হানায়
হয় যে চরম কাল।


দুঃখ মনের গানের সুর
পল্লী গীতির টান,
শ্লোক কথায় ভাবুক মন
ভাটিয়ালী প্রাণ।


কৃষক আমি ভোরের সূর্য
অস্ত সন্ধ্যা বেলা,
রাত্রি নামায় উঠোন জুড়ে
চলে কথার মেলা।


শান্তির ঘুম স্বপ্ন অনেক
গভীর রাত্রি মাঝে,
মোরগ ডাকে আবার শুরু
ব্যস্ত দিনের কাজে।


বাংলা গায়ে আমরা সবে
ফলাই ধনীর অন্ন,
খুশি তবুও ধনীর মুখে
চাষা শোনার জন্য।