সদ্য জন্ম নেওয়া পৃথিবীকে আলিঙ্গন করতে ইচ্ছে করছে,
ইচ্ছে করছে সমস্ত সুখ'কে নির্বাসন দিয়ে অন্ধকারে চলে যাই
যেমনটা আমার ফিলিস্তিন ভাইয়েরা করেছে
চোখের সামনে নিজের কলিজা অন্যের হাতে দিয়ে মরেছে।


যাক সে কথা, ব্যথার আলিঙ্গন আমিও কি কম করছি
প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ধুকে ধুকে
অদৃস্য বুলেট লালিত হচ্ছে যে বুকে!


আশ্রয় তো আমরাই দেই, মহানুভবের উদারতায়
সুযোগী জালিমরা ক্রমশ গ্রাস করে সমস্ত অস্তিত্ব
লুটে নেয় ঈমান, সুদের মহড়া দিয়ে ফিকে করে রিজিক
খুন ধর্ষণ দুর্নীতি আমাদের সহায়তায় সুযোগ পায় আরও
জনগণ নামের কলঙ্কিত প্রাণী হয়ে আর কতকাল ?


সামান্য ভালো থাকার ইচ্ছা আরও বেশি ক্ষতি করছি নিজের
সমস্ত বাঙ্গালী, বিশ্বের সমস্ত ইসলামী শাসক
উদারতা আর ভালো থাকার নেশা থেকে বেরিয়ে আসবে কি ?
নাকি ইরাক, আফগানিস্তানের মতো নিরীহ হয়ে থাকবো চিরকাল ?