আজকাল খুব বেশি আকাশ দেখা হয় না!
যেমন হয়"না তোমার অপেক্ষার প্রহর গোনা,
চোখ বুজলেই আনিন্দ সুন্দর আকাশ, চাঁদ ও চাঁদের চেয়ে সুন্দর তোমার মুখ
কেন জানি সেই মুখটাও চোখে ভাসে'না আজ
বড্ড হতাশায় ডুবে যাচ্ছি দিন রাত্রি
আজকাল আর পাহাড় দেখা হয় না খুব বেশি
ইচ্ছে করে না সবুজ বনের বেয়ে চলা ঝর্ণাধারা দেখতে
শুধু তোমার কারনে, কি কারন তুমি কি জানো?
কল কল করা ঝর্ণার জলে হৃদয় যে আঁতকে উঠে
গোলাপের পাপড়িরা লুকিয়ে থাকে আমার ভয়ে!
পালিয়ে যায় পাখিরা সব!!!


আজকাল আর দেখা হয়'না রাস্তার ধারে নদীর পাড়
নরম হাতের বন্ধনে হয়'না হেটে চলা
বলা হয়'না আজকে আর না কালকের জন্য রেখে দেই
বৃষ্টিতে ভিজে জ্বর আসাটা এখন ভুলেই গেছি খুব
এখন একটা কিছু দেখি!
দেখি তোমার কবরের উপর পড়ে থাকা ঝরা পাতা
লতাগুলোর তির তির করে বেড়ে উঠা
দেখি তোমার সাথে ঘটে যাওয়া নির্মমতার চিত্র
আরও দেখি আমার এই বুকের আহাজারি
অনুতপ্ত হয়ে কেঁদে থাকি সারাক্ষণ, রক্তাক্ত করি হৃদয়কে
পাগলের বেশে ঘুরে বেড়াই তোমার স্মৃতির ঘরে


আজকাল খুব বেশি আকাশ দেখা হয় না!
যে আকাশ দেখেছিলো মূর্খ মানবের অমানবিক অত্যাচার
যে আকাশ দেখেছিলো তোমার আমার করুন আর্তনাদ
আর দেখা হয় না, খুব বেশি দেখা হয় না
তবুও দেখি তোমার মায়ের কান্না, পাগলপ্রায় বাবাকে
দেখি আমার সাথে তিরস্কারের ঘটনাগুলি
স্মৃতির পাতা এখন আর পাল্টায় না ?
তুমি কি দেখো, আমার মত অদেখায় ঘন অন্ধকার?
মরুর বুকে শূন্য পানিতে সাঁতরানো
তুমি দেখতে কি পাও ঐ নরপিশাচ দলের সাম্রাজ্য
তোমার কাছে অপরাধী বনে আছি, আর কতকাল!
মায়াকান্না আর কতকাল দেখবো?
তোমার অপেক্ষার মিছে আশায় বেঁচে আছি
আর কতকাল?
আমায় নিয়ে যাও, আমি যে যেতে পারি না
এই মিছে মায়ার পৃথিবী ছেড়ে যেতে পারি না
আর দেখা হবে না, তোমার পথচলার সবকিছু


সমাজের চোখে ফাঁকি দিয়া আমি কি আসবো?
তোমার আহ্বানের অপেক্ষায় আছি, ইচ্ছে ত্বরায় ভালবাসবো
তাই আজকাল খুব বেশি আকাশ দেখা হয় না।