মাগো তুমি আটকিয়ো না একটু ঘুরে আসি
যাবো আমি অনেক দুরে
পঙ্খিরাজের ঘোড়ায় চরে
আকাশ পানে উড়ে উড়ে
জগতটাকে দেখবো ঘুরে।


তোমার ছেলে ঘুরতে যাবে যেথায় চাঁদের হাসি
হাওয়ায় ভেসে চাঁদের দেশে
চোখ পড়বে মেঘের কেশে
দেখবে পাখির উড়া উড়ি
আরও দেখবে রঙ্গিন ঘুড়ি।


তোমার ছেলের ইচ্ছে মাগো হবে সবার প্রিয়
স্বপ্নপুরীর পরীর মাঝে
দেখবে তারা কেমন সাঁজে
বলবে কথা এমন কিছু
শুনে তারা ধরবে পিছু।


মাগো আমি ফিরে আসবো আমার সালাম নিও
সবুজ ক্ষেতের ফসল দেখে
যাবো আমি আমায় রেখে
মেঘের ভেলায় বানিয়ে ঘর
ফিরবো আমি তোমার তর।


( রচনা কাল - ২৭।০২।২০০২)