এক যে ছিল ঝিলু-মিলু
ভাই বাঁধনে দরুন বেশ
বিয়ে সাদি করবেনা পণ
বিয়ে করলে জীবন শেষ


এমন দিনে ধরল সবাই
জোর করে যাবে নিয়ে
সজ্জা থাকবে কাজি থাকবে
ঝিলুর সাথে দিবে বিয়ে


কনে এলো দেখা হলো
রুপ বন্যায় লাগলো ভালো
মনের বিষে বিয়ে কিসে
মেয়ে লাগবে ভীষণ কালো


তবুও সবাই ধরল বেশ
বিয়ে করবি ঐ মেয়ে
রাজি হয়ে চলল এবার
বর যাত্রায় সবার ভয়ে


এবার কি আর বলব ভাবি
মেয়ের বাড়িতে হট্টগোল
ঝিলু নাকি মেয়ের বাবাকে
বলে দিয়েছে আমি পাগল


সেই থেকে ঝিলুর নাম
সবার মনে কথার গুল
কথায় কথায় পরিহাসে সব
ইচ্ছে করে ঘটায় ভুল


বিয়ের মাঝে কেন রে ভাই
পায় যে ঝিলু এতো ভয়
সারা জীবন একা থাকবো
এই কথাটি মিলুর নয়


ঝিলু এখন দারুন সুখে
নিত্য কাটায় কষ্টে দিন
বোকার জগৎ আগলে রাখে
স্বপ্নে তাহার সব রঙ্গিন।