সনেট ভাষার কবি লিখলে কবিতা
পদ্য লাইনে সাজালে ছন্দময় ভাব
পাঠক খোজায় হুঁশ গদ্য কাব্য পাতা
অভাবে স্বভাব নাই প্রচারে প্রভাব।
সবার ভাষায় গল্প গভীরে থাকে'না
পরিভাষা উক্তিগুলি এলোমেলো শেষে
গভীর ভাবের ব্যপ্তি তূলিতে আঁকে'না
সনেট মেঘের দেশে যায় ভেসে হেসে।


এমন ভাবের কবি লিখবে মাধুরে
পাঠক হবে তোমার শূন্য মনে ছবি
সূর্য তখন কিরণে বলতে সে রবি
ছন্দ লাইনে উজ্জ্বল রাতের আঁধারে।
এমনি লেখায় মগ্ন কবির মতন
আলোকিত কাব্য ধ্যাণে তোমার যতন।