মনকে তুমি শক্ত করো
স্বাধীনতা আগলে ধরো
মুক্তি সেনা হয়ে,


বিপদ পাবে নিজের ঘরে
খুন ধর্ষণ যারা-ই করে
তবুও থেকো সয়ে।


পঞ্চাশ সেতো সংখ্যা মাত্র
দস্যু নামের আজব ছাত্র
স্বাধীন নামে ভূমি,


বাংলায় এখন আবাল ছেলে
স্বার্থ লোভী পয়সা পেলে
পায়ের তলায় চুমি।


রুখতে হবে আড়াল থেকে
আইন কানুন পাল্টে রেখে
সত্য ন্যায়ের জন্য,


জানলে তোমায় করবে বধ
স্বার্থের নেশায় থামাবে রথ
ওরাই হিংস্র বন্য।


কেউ আসবেনা তোমার তরে
ভয়ের মাঝে থাকবে'রে ঘরে
সাম্যবাদীর ভয়,


রাজার নীতি ফাঁক ফোঁকরে
পাতি নেতার বিষ ঠোকরে
আরতো থাকা নয়।


আসরের প্রিয় কবি " সাকিব জামাল " এর কবিতা "পঞ্চাশে এবং পরে" কবিতায় উদবুদ্ধ হয়ে এই লেখা। কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।