বাড়ছে বাড়ুক বাড়তে থাকুক
কি আসে যায় তাতে
বাড়তি টাকার যোগান পাবো
পকেট কিংবা হাতে


পেঁয়াজ নিয়ে আর হবে না
দামের কষা কষি
মরিচ ঝালে কে পেরেছে
টানতে দামের রশি


তেলের দামে কি আসে যায়
বেগুন আলুর তরে
লাগাম ছাড়া সবজির দাম
লাভটা থাকুক ঘরে।


সিন্ডিকেট টা অনেক কষ্টের
হাজার কোটি টাকায়,
চিনির পরে ডিমও ধরছি
গরীব থাকুক ফাঁকায়।


দরকারি-টা সরকারি লোক
দিবেন গুনে গুনে
পাঁচের জায়গায় পচিশ করে
ধমকি'টা ঐ খুনে।


পকেট ফাঁকা হতেই থাকুক
নিত্য পণ্যের দামে,
গরীব আরও গরীব হলেই
দামটা পাবে ঘামে।