এই জগতে টাকাই সব কেউ যদি না মানেন,
সত্যটা কি বলবো আজ ধৈর্য ধরে জানেন।
ভালোবাসা ভাই-বোনেরটা উপহারের তরে,
ভাবী থাকলে চুপিসারে আমারটা কৈ ধরে।
বোনের জামাই আদর সোহাগ মায়ের কাছে পায়,
সুযোগ বুঝে সব সেরাটা মাঝে মাঝেই চায়।
মা বলো আর বাবাই বলো সব কিছুই তো মুখ্য,
অভাব-টা তো ধৈর্য ছাড়াই না দিলেও তা দুখ্য।
বন্ধুরা সব আড্ডাবাজ বাহারি খাবার খায়,
সব সময়ে করলে খরচ মাঝে মাঝে চায়।
শ্রদ্ধা ভাজন গুরুজনে শেখান ভালো মন্দ,
টাকাই থাকে মুখ্য বিষয় বাকী সময় দন্দ।
সম্মানটুকু নাম মাত্রই তবুও কিনতে হয়,
ফুরিয়ে গেলে টাকার থলি কেউ তো কারো নয়।
ব্যবসা করো চাকরি করো টাকায় তোমার দাম,
রাজনীতি ও ভণ্ডামিতেও ছড়াবে টাকায় নাম।
আরও আছে টাকার গান মনে থাকে না সব,
ভাউতাবাজের কাছে তাই টাকাই আসল রব।