নির্জনতার নির্ঘুম রাত শেষেও
ক্লান্ত হয়নি আঁখি,
চেয়ে থাকার নেশায় মাতোয়ারা
দেখে প্রভাতের পাখি।


উত্তপ্ত দুপুরেও মলিনতা নেই
নেই ফিরে দেখার ভান,
নীড়ে ফেরার শান্ত বিকেলেও
এতটুকু হয়'না অভিমান।


এভাবেই কেটে যাচ্ছে প্রতিমুহূর্ত
অপেক্ষার পালাবদল,
ভালোলাগার আদলে বদলেছে
শীত আবহে বাদল।


তবুও শেষ হয় না যে এতটুকু
মায়া আর ভালবাসা,
নিরাশার মাঝেও তাই অপেক্ষা
কাছে পাওয়ার আশা।


ভালবাসি বলেই রাতের চাঁদ
দিনের সূর্য কিরণ,
আস্তরণ দিয়ে যায় বর্ষায় ও
শীতে ভিন্ন শিহরণ।


                            চলমান