চিনি আমি চিনিতে চম্পা মধুর
দেখিতে নকশী শাড়ী নতুন বধূর
নতুনে নতুন তব আলোক আভা খুব
নতুন জোয়ার জলে পুঁটি চেলা'র রূপ
নাচনে নাচনে চলে বাঁকা উঠানে ভঙ্গি
স্বভাবে স্বভাবে রটে নব নিত্য সঙ্গী
উঁকি দেয় আবারও নতুন যেথায় নত
চোখের পলক পড়েনা দেখে অবিরত


আঁধারে আঁধারে চাঁদ বুঝি একা
পূর্ণিমা শেষে বুঝি হয় না'কো দেখা
আসবে ফিরে আবার চিন্তা মনে নাই
নতুনের মায়াডোরে নতুন পেতে চাই


মধুর মিষ্টি বুঝি তিতা টক হয়
পুরনো হলেই তারে ঘরে রাখার নয়
আহ! কি স্বাদ চড়ে অন্যের ঘাড়ে
মহতের ডামাডোল শুধু তার দ্বার
অচেনা অজানা পচা লাশের গন্ধ
অহেতুক নিজে চুপ মনে মনে দ্বন্দ
তবুও উঁকি ঝুকি নব চেতনার মেলা
বিভেদের সুরে করে স্বচ্ছ সভ্যতার খেলা।