অসাধ্য সাধনের সময়ে শেষে,
ভাবনারা আজকাল বেসামাল, মহাকালের বাঞ্চাল অভিসন্ধির পেরেক ঠুকে দিয়েছে মনোবাগে
হৃদয় বিনিয়োগ আর হয়না প্রেম পুঁজিতে, তামাটে ধূসরতায় ঢেকে গেছে চোখের কার্ণিশ।
হুটহাট লগিং করে বিরাম চিহ্নে…
উপসর্গের উপস্থিতেই যেন বিবর্ণ যৌগিক ভাবনা।
বর্ণীল উচ্ছ্বাস আর নেই লিখনীতে
দূরারোগ্য রোগে ভুগছে অস্থির সমাজ।
যাকে আকড়ে ধরে করি লিপির বন্দনা...
তার হীরন্ময় গোধুলি অপঘাতে অপমৃত্যুই হয়তো অনুভব কফিন বন্দী।
ভৈরবি বিউগল বাজে বসন্ত নৈঋতে
ঈশান কোণে মেঘের ঘনঘটা....
হয়তো থেমে যেতেই হবে, ঝড়ের পূর্বাভাসে নয়তো আস্তাকুঁড়ই হবে প্রেমের সংলাপি বিপনন কেন্দ্র।
তাই ভগ্ন হৃদয় আরাধ্য কবিতার চৌকাঠ মাড়িয়ে অস্তাচলেই খুঁজে নিক অনন্ত ভাস্বর।
আমি অচ্যুত কুমুদিনী এসোনা গো জাবরকাটা বাসন্তী নীড়ে।
হয়তো আর ভিড়বেনা প্রেমের পানসি এই শোকাচ্ছন্ন মরা নদীর তীরে।
যেখানে ধর্ষণ, খুন, গুমের পাশাপাশি দুর্নীতি, ঘুষ, আইনের অনিয়ম
সব শেষে ভোটাধিকার হননের তীব্র আকাঙ্ক্ষা।