সায়হ্ন কলংকের ফ্যাসিবাদ
বিষণ্ণ টানাপোড়ন বিনিদ্র রজনীর কোল ঘেঁষে ঔদ্ধত্য প্রহরী...
তাতে কি বা এসে যায়?
কে'বা মনের ঠিকানা পায়?
কিছু নীল কিছু লাল কষ্টের বিদগ্ধ স্মৃতি
দাঁড় টেনে যায় প্রসন্ন মাঝি
ভাটিয়ালি সুরে কান পেতে শুনি
সেতো আমারি জাবর কাটা অতীত করিডোর।
ভিক্ষের থালা হাতে রাজকুমারীর দ্বারপ্রান্তে আরতি দিবোনা কালান্তর।
মহাকালের দায়ভার পুইয়ের মাচায় রেখে
সজনে ডাটায় সুখ কিনবো গরীবী হালেতে।
আড়ি'তো নিতেই হয় নিমগ্ন গোধুলির মেঘবতী বাসন্তী মেলায়।
হোকনা কিছু প্রায়শ্চিত্ত!
হোকনা আধাঁরে পান্থবিলাস!
আমি না হয় কেড়ে নিবো প্রান্ত পথের
দুঃখ বিলাসী রজনীর বিবাগী আধিপত্য।
তবুও ফিরে পাবার নেশায় অপেক্ষা।