বন্ধ হয়েছে কর্ম জীবন আজ
বন্দি ঘরে বসে থাকা আর ভাবনা,
সময়ে সময়ে ইবাদত আল্লাহ্‌র তরে
বুকের ব্যথা একটুও থেমে থাকে না।


অঝরে ঝরে থাকা চোখের পানি
কবে হবে এর শেষ কে জানে ?
ক্ষুধার তাড়নায় মধ্যবিত্ত অনাহারে
কারও চোখে পরে না নেহাত অপমানে।


শেষের চিত্র দেখা হয়েছে এই বুঝি
মহা পাপের মৃত্যু কি করতে হবে নাকি ?
কর্মে ফেরা হবে কি করে জানিনা
দেনার পাল্লায় পরিশোধ সবই তো বাকী।


কে দিবে ? কত আর দিবে ? যন্ত্রণা
ঋণে ঋণে আগেই হয়েছি অসহায়,
বিলাসী জীবন না হয় কল্পনার বাইরে
বেঁচে থাকার সম্বল পেতে মনে চায়।


সন্তানের ক্ষুধার যন্ত্রণা আরও বেশি
ক্ষণে ক্ষণে ওর ক্ষুধার আকুতি,
বুক পাথর বেঁধে আর কত সময়
কার কাছে করব আমার এই মিনতি ?