দোষ'টা কি আলুর বলবো
নিত্য দেখা ভাঁড়,
ফু দিয়ে সব পাল্টে দিয়ে
ঘুরাই পিছু ঘাড়।


নিজের ভুল'টা অন্য নামেই
হর হামেশা চলে,
তাই বলে কি আলুর দোষে
নেহাত কিছু বলে।


সমাজ পতি বাপ বেটা ঐ
ভিন্ন কিছু প্রথায়,
আদব কায়দা উল্টো এসে
মুখে বাঁকা জুতায়।