জন্ম শতবর্ষে হে বাংলার শেখ মুজিব
তুমি শুধু বাংলার নও সারা বিশ্বের বিশ্বনেতা
তোমার তরে আমাদের বিনম্র শ্রদ্ধা
অমর হয়েছ রক্ত দিয়ে করেছ ইতিহাসের পাতা।


তুমি আমার প্রেম, আমার ভালবাসার বাঙালী
জন্মেছিলে এই বাংলা মায়ের বুকে
কেটে ছিল শৈশব, কৈশোর এই সবুজের দেশে
রাখতে চেয়েছিলে আমরণ আমাদের সুখে।


তুমি শিখিয়েছ মানবের উদারতা
দিয়েছ সকলের আপন সহমর্মিতা
গড়তে চেয়েছিলে সোনার বাংলা নিজের মত করে
উঁচু করে শির যেন দাড়াতে পারি সবার তরে।


তুমি নেই কাঁদে মন, বিষণ্ণ হয়ে রই
ঘাতকের গুলিতে নিহত তুমি, বাকী আর রইল কই
রাজনীতির ভিত পেয়েছি তোমার থেকে আজ
ঘৃনাবুক তবুও বেঁচে আছি হয়নি হায়নাদের লাজ।


তুমি করেছিলে বাঙ্গালীর একত্রিত জয়গান
৭ই মার্চের ভাষণে দিয়েছিলে স্বাধীনতার শ্লোগান
সবুজের এই বাংলায় বুঝি নব রূপে সেজেছে
তোমার নাম সবার হৃদয়ে আলপনায় এঁকেছে।


*** মুজিব শতবর্ষ ***