হঠাৎ কেঁপে উঠে বুক
যখন দেখি মেঘের গর্জন
অঝোর ধারায় নামছে বৃষ্টি
চলছে বর্ষার বর্ষণ।


আমি কষ্ট পাই তখন
নদীর স্রোত কূলে
নীরবে একাকী রেগে
ভাঙনের সাথে কথা বলে।


আমি বেদনায় হেসে দেই
ঋতুরা ছলনা করে দলে দলে
আমায় কিছুই না বলে
নিজেরাই পাল্টে চলে।


আঁধার নেমে আশে বুকে
মানুষ আনাগোনার তরে
খুঁজি কেউ নেই এ চোখে
সবুজ সোনালীর পরে।


কত কষ্ট কিছু ভয়
নেই অন্ধকার শুধু বেদনায়
পাবো কি নতুন করে কিছু
এমন কোন বিষয়।