আমি পাঠিয়ে ছিলাম তোমায় আকাশ
দৃষ্টি ঘেরা শুভ্র মেঘ নীল হব বলে,
আমি ভাসবো অনন্ত নির্মল বাতাস
ছুঁয়ে দেবো পাখি সব উড়ে যারা চলে।
তুমি দিলে না আমায় এক মুষ্টি নীল
বেদনার সাথে মিলে কান্না বৃষ্টি সাথে,
উদারতা দিলে তুমি উড়ে দেখা চিল
অন্ধকার করেছ ঐ নিঝুমের রাতে।


তোমায় বুঝিনি আমি ঋতুর প্রান্তরে
বিচিত্র তোমার রূপ পড়তে পরশ
আমার ভালবাসায় বেদনা সরস
মেঘ ভেলায় তবে'কি স্বপ্ন হবে ঘরে।
তুমি আমি মিলে যাই ভাগাভাগি করি
বিশালে বিলীন হতে শূন্য রূপ ধরি।