বসে আছি পাড়ে আমি প্রবাহ নদীর
এ আমার প্রিয় নদী বুকে রাখে জল
এ আমার কৈশোরের জলের প্রহার
সময়ে হারিয়ে যায় অচিন অতল
গতির প্রবাহ হানে বর্ষার মৌসুমে
যৌবনের প্রতীকের মত নাচে ঢেউ
ফিরে পাই সে সময় বৃষ্টি তথা নামে
অসংখ্য নৌকার পাল উঠায় যে-কেউ


আঁকাবাঁকা থৈ থৈ জলে কত মাছ দেখি
মাটির কলসে ভরে জল কাখে ঘরে
ফিরিয়ে তাকিয়ে দ্যখে সাদা বক উড়ে
প্রকৃতির অপরূপে কত কিছু শিখি
এমনই যায় দিন বসে বহুক্ষণ
সময়ে হারিয়ে যাবো খুঁজে পেলে মন।