জোনাকিরা আমায় ডেকে বলছে
আজ বুঝি শেষ হবে না এ অন্ধকারের
হাসবে না ঐ রাতের ফুল
আলো কি পাবো না ঐ চাঁদের
আজ বুঝি ঘুমিয়ে পড়েছে
মিটি মিটি আর কত আমাদের ।।


ঝিঁঝিঁ পোকার ঝিঁ ঝিঁ শব্দ
শেয়ালের ডাক মাঝে মনে ভয়
শেষ বেলার চাঁদ বুঝি রাগ করেছে
এক পশলা বাতাস ঝপাস বয়
অপেক্ষার পালা তো অনেক হলো
চাঁদ বুঝি আজ আমার নয়।।


সময়ের শেষ বুঝি নেই
আকুলতায় হুতুম পেঁচার আহ্লাদ
আমাবস্যা সেতো আসেনি এখনো
ভয়ে কাতুর হৃদয়ে কি বিপদ
কাহার তরে আজ আমি করবো
ভালবাসি বলে একাকী স্বপদ।।


অনেক অভিমান হল এই
অল্প করে একটু তোমায় দেখতে পাই
থেমে যাওয়া জীবনের তুমিই সব
ভালবাসা! সেতো আমার কাছে নাই
তোমার কাছে কি বলবো আর
অভিমান করে আর কোথায় যাই।।


এখনো পুরো আলো দাওনি
জোনাকিরা আলো নেভাতে শুরু করেছে
স্নিগ্ধ ফুলেরা সুভাষ দেওয়ার অপেক্ষায়
হুতুম পেঁচা বুঝি শিকার ধরেছে
আমি একাকী তোমার অপেক্ষায় শুধু
মনের অজান্তে ইচ্ছেগুলি মরেছে।।


তুমি কেন এতো দেরি করলে
আমার বিষণ্ণ মন কেন ভাল লাগে
তুমি কেন খুজলেনা তাকে আজ
তাহার মন ভালো আছে কি না রাগে।।