চাঁদের ফাঁদে পড়ব আজি
দেখব আলো ঝলমলে,
শশী নামে ডাকলে বুঝি
আমার সাথে কথা বলে।


চন্দ্রমা তার নামটি বলি
রাত্রি শেষে ঐ নিশাকর,
শশাঙ্ক, শুধাংশু বলতে
মনে পড়ে যায় শশধর।


বিধু, ইন্দু নাম জপলে
আলোকিত হয় সুধাকর,
হিমাংশু তথা বলব আজ
সুধাংশু বুঝি পূর্ণিমার।


নামের বাহার আছে তাহার
মৃগাঙ্ক ডাকি কিংবা সোম,
আরও আছে নিশাকান্ত
রাতের অন্ধকারে হয় যম।


রজনীকান্ত পূর্ণিমায়
মনের মাঝে করে খেলা,
রাতের হাটে আমার সাথে
লুকাচুপির দেখার মেলা।