তুমি বলেছিলে মাটি'ই আসল
এই মাটি'ই জীবনের সব,
তুমি এসে দেখো নতুন করে
মাটিতে'ই সব অনুভব।


তুমি বলেছিলে মাটি'ই জীবন
মাটিতে'ই সব যে ভালো,
আমি তাই'তো মাটিতে'ই আজ
কবর অন্ধকারে'র কালো।


তুমি বলেছিলে একলা চলতে
মাটির রাস্তার তরে,
তবেই তো চলবো অনন্ত কাল
থাকবো একলা ঘরে।


তুমি বলেছিলে শূন্য আকাশ
আলো অন্ধকারের ঐ,
বলেছিলে চন্দ্র রবির মায়াময়
মাটিতে আমি পাবো কৈ।


তুমি বলেছিলে জল রশ্মি ধারা
মাটিতেই মিশে যায়,
আমিও মিশে যাবো গলে পচে
ঐ কবরে'র অন্তরায়।


তাই অবশেষে সব ভালবেসে
ছুটে আসবে ফেরাতে,
মাটি'ই আমাকে পূর্ণ ভালবাসায়
অতীত পাড়ে ভেড়াতে।