জীবনের তরী চলে নদী কূলে মেলা
চারিদিকে বাঁকা জলে দেখি করে খেলা,
এ তরীতে এসে দেখি কত মায়াবীর
নিজেরে বিলুপ্ত করি শুধু কাহিনীর।
জলের ঢেউয়ে দেখি কাচা ধান দোলে
উঠায়ে তরীর পাল নদী বেয়ে চলে,
নদী ভাঙ্গা দেখি স্রোতে অবশেষে পাড়
স্রোত গতি থেমে রাখে নদী পারাপার।


আঘাতের ভাঙ্গা তরী পাড়েতে ভিড়ে না
যাবে কোথায় কে জানে অচিন ঠিকানা,
নিরবের বসে থাকা কেউ কাছে নাই
চাহিয়া আকাশ পানে নদী বেয়ে যাই,
বড় ঢেউ! পেয়ে ভয় পাল টেনে ধরি
এমনি চলে আমার জীবনের তরী।