অসহায় সবটুকু পিতার শাসন
পরের ঘরে যখন করবে গমন
রক্তের বাঁধন দুরে নিয়তির তরে
পিতার কষ্ট তখন দু'চোখের ডরে
একটু সুখের জন্যে কষ্ট বুকে চেপে
দিবে কত যৌতুকের পালা দাঁড়ি মেপে
তবুও কি থেমে আছে কালক্ষয়ী নেশা
যৌতুকের দাবি ভাঙ্গে স্বপ্নে গড়া আশা


ঘৃণিত দাবির মাঝে নামে কালো ছায়া
সুখ বিলাসী স্বামীর নেই কোন মায়া
আধপেট খেতে পেয়ে থাকে নিরন্তর
ভিতু মনে করে কাজ পাইতে আদর
নির্দয় যৌতুক তবু পড়ে নীল মালা
চোখের পানিতে করে চুপি চুপি খেলা