অন্যের মাঝে নিজেকে খুঁজতে ভালো লাগে না বুঝি
তবুও কেন অন্যের মাঝে নিজেকে হারিয়ে খুঁজি
অবহেলার তরে অকাতরে বিলিয়ে দেওয়া প্রাণ
অবজ্ঞায় ফেলে রেখেছে মিলবে ডাস্টবিনে সন্ধান


তবুও খুশি এপার ওপার কষ্টেই যেন সুখ
নিয়মের বাইরে দেখানো ক্ষোভে ঢাকি নিজের মুখ
জেনেও হয়নি বোঝা অন্যের তরে নিদ্রার রাত্রি
পাশাপাশি বসা অচেনা মশা ভিন্নতা'র যাত্রী।


শেষের জন্যই ছিল শুরু মাঝ পথে কিছু সময়
রঙ্গিনে রঙ্গিন মন বাজানো বীণ অচেনা অভয়
কাননের কান্না শোনা ভিন্নতা অবকাশ যে নেই
আমাতে আমি ভুলেছি কবে তোমাতে তুমিই সেই


অন্ন তো এখন পণ্যের মত বিজ্ঞাপনের সজ্জা সাঁজ
লাজুক হরিণী চোখ জগৎ মাঝে হারিয়েছে সে লাজ
তবুও খুঁজে বেড়াই নিজের মাঝে এতটুকু আশা
ভুলে ভুলে কেটে থাক মিছে মিছি হোক ভালবাসা।