জন্ম থেকে কষ্ট যার
কান্না দিয়ে শুরু,
পড়া লেখায় কষ্ট দেয়
যে হয় তার গুরু।


কষ্ট যাদের নিত্য চেনা
কষ্ট কি আর দেবে,
চলছে তারাই সুখের আশায়
কিনতে কি আর পাবে?


কষ্টে নাই এমন মানব
খুঁজে পাই না আমি,
সুখের আশায় ছুটছে সবাই
সুখ যে অনেক দামি।


জগৎ জুড়ে কোটি মানুষে
শান্তি খোঁজার আশায়,
কষ্ট তাদের পিছু ছাড়ে না
মিছে মিছি হাসায়।


দিন মজুরে অভাব ঘন
অর্থ কষ্টে বেশ,
ধনী জনে সুখের নেশায়
দুঃখী অবশেষ।