আর কতকাল কাটবে তোমার
জীবন মাঝে কষ্ট কুল
হয়নি তোমার ভাগ্য মেলা
খুঁজলে তোমার সবই ভুল


আজকে তোমার বেজায় কষ্ট
দিন কাটে ঝরা ঘামে
পথে ঘাটে কাজের খোঁজে
পাবে কি কোন দামে ?


যেথায় তোমার মনের আশা
খুঁজলে হারায় মায়ের ভাষা
আলোর প্রদীপ নিভলো বুঝি
কবে হবে আহার রুজি


এমন যাহার বেকার মেলা
আবেগ যেথায় স্বপ্ন খেলা
ভালবাসা আজ দূর পরবাস
সমাজ মাঝে শুধুই পরিহাস